Posts

Showing posts from April, 2025

মুসলিম স্থাপত্যের ঐতিহাসিক নিদর্শন : গায়েবী ‘আল্লাহর মসজিদ

Image
প্রায় সাতশ বছরের প্রাচীণ মুসলিম স্থাপত্যের ঐতিহাসিক নিদর্শন হিসেবে কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বরিশালের গৌরনদী পৌর এলাকার কসবা মহল্লার গায়েবী ‘আল্লাহর মসজিদথ। তৎকালীন বাংলার মুসলিম স্থাপত্যের ঐতিহাসিক নিদর্শন এ মসজিদটি নির্মাণের সময়কাল কিংবা ইতিহাসযুক্ত কোনো শিলালিপি পাওয়া যায়নি। তবে এ মসজিদটি দেখতে অনেকটা বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের মতোই। যেকারণে ধারণা করা হচ্ছে পঞ্চাদশ শতাব্দীতে হযরত খান জাহান আলী (রহ.) আমলে মসজিদটি নির্মিত হয়েছে। কেউ কেউ দাবি করছেন মসজিদটি গায়েবীভাবে উঠেছে। এনিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে মতানৈক্য। তবে যাই হোক না কেন ঐতিহাসিক এ আল্লাহর মসজিদটি একনজর দেখতে প্রতিনিয়ত দূর-দূরান্তের পর্যটকদের আগমন ঘটছে। এছাড়া মনের আশা পূরণ হওয়ায় জন্য অনেকেই এখানে মানত নিয়ে আসছেন। আবার অনেক ধর্মপ্রাণ মুসল্লিরা এ মসজিদে এসে নফল নামাজ আদায় করছেন। ৩৮ ফুট দৈর্ঘ্য ও প্রস্থের মসজিদের দেয়ালগুলো প্রায় সাত ফুট চওড়া। এছাড়াও পাতলা ইট আর চুন-সুরকির এ মসজিদের পূর্ব দেয়ালে তিনটি, উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে মোট পাঁচটি শিখরাকার সরু উঁচু খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। প্রবেশপথের খিলানের উপরের প্যানেলে ...